সম্প্রতি শেষ হওয়া পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী এবং তাদের সরাসরি সমর্থনকারী অন্তত ২শ’ নেতাকে শোকজ নোটিশ পাঠাচ্ছে আওয়ামী লীগ। এরমধ্যে চট্টগ্রামেও দলীয় ১৭ নেতার কাছে নোটিশ যাচ্ছে। আজ শনিবার থেকে কয়েক ধাপে এসব শোকজ নোটিশ পাঠাবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া ১শ’৪০ উপজেলা চেয়ারম্যানের নামও আছে। অন্যদিকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন নির্বাচনে যারা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদেরকে শোকজ করা হবে। তিন সপ্তাহের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে হবে। এতে জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া যারা বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
একাধিক সূত্রে জানাগেছে, ওই নেতাদের সাময়িক বহিষ্কার করার পাশাপাশি কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শানো নোটিশও পাঠানো হবে। আগামি ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর আওয়ামী লীগের হাইকমান্ড তা যাচাই-বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। বহিষ্কার হতে যাওয়া ২শ’ নেতার মধ্যে চট্টগ্রামের ১৭ জন রয়েছে। এরা হচ্ছে- চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তৈয়ব, লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক চৌধুরী বাবুল, বাঁশখালী উপজেলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম. বোয়ালখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সহসভাপতি শ্রমিক নেতা এসএম নুরুল ইসলাম প্রমুখ।