রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজরের পূর্ব দিকের বাইপাস রাস্তা ভেঙ্গে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। মানুষ আর এ পথ দিয়ে ভাঙ্গনের কারণে অন্য রাস্তা দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। এরশাদ সরকারের সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ রাস্তা তৈরী করেন। পরবর্তীতের পৌরসভার পক্ষ থেকে রাস্তাটি পাকা করণ করা হয়। ওই মরহুম আজের উদ্দীন হেড মাষ্টারের পুকুর পাড় দিয়ে এ রাস্তা নির্মান করা হয়। কিন্তু রাস্তা পাকা করণ করার সময়ে পুকুর পাড় না বেধ রাস্তা নির্মান করা হয়। ফলে পুকুর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে রাস্তার অর্ধেক ভেঙ্গে গেছে। এ ছাড়া পুকুর পাড়ের উপর কয়েক লক্ষ টাকা ব্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্টান আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেন নিজস্ব জমি ক্রয় করে ঘর নির্মান করেন। এ ঘরও ভেঙ্গে পড়েছে। ২০০ মিটার এ রাস্তা নির্মান করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে স্থানীয়রা।
এ বিষয়ে আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবদুল হান্নান বলেন, বৃষ্টির কারণে দেখতে দেখতে পুকুরের পাড় ভাঙ্গতে ভাঙ্গতে রাস্তা পুকুরের মধ্যে চলে গেছে। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল করতে ভয় লাগে। মূল রাস্তা জানজটের কারণে এ বাইপাস রাস্তা দিয়ে আড়ানী উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বেশি চলাচল করে। রাস্তাটির অবস্থা বিপদ জনক।
আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, রাস্তাটি সম্পর্কে অবগত আছি। বর্ষা শেষে পূণ:নির্মান করা হবে।