চলতি বর্ষারভরা মৌসুমে পাবনার সুজানগরে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ হাট-বাজারে বিল ও নদীর মাছের তেমন দেখা মিলছেনা।
উপজেলায় ঐতিহাসিক গাজনার বিলসহ ১৫/২০টি ছোট-বড় খাল-বিল রয়েছে। তাছাড়া পাশেই রয়েছে পদ্মা নদী। অন্যান্য বছর উপজেলার খালবিলে বর্ষার নতুন পানি আসার পর সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে রুই, কাতলা, মৃগেল এবং বোয়ালসহ দেশি প্রজাতির পর্যাপ্ত মাছ উঠতে দেখা গেছে। কিন্তু এ বছর আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হলেও হাট-বাজারে বিল এবং নদীর তেমন কোন মাছ চোখে পড়ছেনা। উপজেলার অধিকাংশ হাট-বাজারে স্থানীয় পুকুরে চাষ করা পাঙাস, তেলাপিয়া, সিলভার কার্প এবং বাটা মাছ বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে উপজেলার কোন কোন হাট-বাজারে কিছু ইলিশ মাছ উঠতে দেখা গেলেও দাম আকাশ ছোঁয়া। নিম্ন আয়ের মানুষ পক্ষে তা কেনা সম্ভব নয়। উপজেলার উলাট গ্রামের বিলপাড়ের বাসিন্দা নুরুল ইসলাম বলেন শুষ্ক মৌসুমে এলাকার অসাধু মৎস্যজীবীরা উপজেলার খাল-বিল থেকে সেঁচে মাছ শিকার করেন। এতে বিল প্রায় মাছ শূন্য হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে বিলে নতুন পানি আসলেও আগের মতো মাছ পাওয়া যায়না। তাছাড়া প্রজনন মৌসুমে ওই সকল বিল হতে মা মাছ শিকার করার কারণেও এ সময় হাট-বাজারে মাছের অভাব দেখা দেয় বলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম বলেন সারা বছর বিলে যাতে মাছ থাকে এবার সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই সকল অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।