এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজ সাঁথিয়া কেন্দ্রের শীর্ষে এবং অভাবনীয় সাফল্য। জানা যায়,২০১৯ সালে অনুষ্ঠিত এইচ.এসসি পরীক্ষায় এ কলেজে জেনারেল শাখা থেকে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে মোট ৯০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬৬ জন পাশ করে,পাশের হার ৭৩.৩৩% এবং ব্যসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬১ জন পাশ করে। পাশের হার ৮৫.৯২%। এই ঈর্শ্বনিয় ফলাফলে এলাকাবাসী কলেজ পরিচালনা কমিটির সভাপতি,স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু এমপি মহোদয়কে ,অধ্যক্ষ,শিক্ষক-কর্মচারী,অভিভাবক ও ছাত্রছাত্রীদের কে সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। ফলাফল উত্তর মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য আহবান জানান।