তারা মিয়া (৪৫) নামে এক দিনমুজর ভূয়া সমিতি ও দাদন ব্যবসায়ীদের ঋণের চাপে গলায় দড়ি দিয়ে আতœহত্যা চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীয়া উপজেলা রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট কুয়ারবাইদ গ্রামে।
জানা যায়, রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট কুয়ার বাইদ গ্রামের তারা মিয়া সংসারের অভাব অনটন এর জন্য কুয়ারবাইদ রেজিঃ বিহীন ভূয়া নতুন বাজার উন্নয়ন কমিটি সমিতি নামে দাদন ব্যবসায়ীদের কাজ থেকে ১৫ হাজার টাকা ঋণ গ্রহন করের তাঁরা মিয়া। তারা মিয়া জানান, সপ্তাহে ১৫শত’ টাকা ও প্রতিদিন ১হাজার করে সুদে দিগণ টাকা পরিশোধ করেছেন তিনি।
১৭ জুলাই রাতে ১১টার সময় স্থানীয় ভূয়া সমিতির সভাপতি আঃ মান্নান, শফিক, জিয়ার, ওয়াজ, হানি, আনিছ গং সহ ভ্যান চালক মিজানকে সঙ্গে নিয়ে ঘরে গিয়ে ৩৫ হাজার টাকা দাবি করে। টাকা দে নইলে ঘরের আসবার পত্র দে। সুদের টাকার জন্য গালাগাল ও হুমকি দিয়ে খাট, শোকেস, ডেসিং টেবিল সহ ঘরে থাকা বিভিন্ন মালামাল নিয়া চলিয়া যায়। পরে ১৮ জুলাই রাতে লোক লজ্জায় ভয়ে তারা মিয়া ঘরের ধন নার সাথে গলায় দড়ি দিয়ে আতœহত্যার চেষ্টা করে। তাঁরা মিয়া স্ত্রী জামেলা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন তাঁরা মিয়াকে উদ্ধার করে গারোবাজার মা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে পরে তার অবস্থার অবনতি হলে তাকে ১৯ জুলাই শুক্রবার ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০জুলাই তারা মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করা হলে স্ত্রী জামেলা জানান, তার স্বামীর অবস্থার উনতি হয়েছে। তিনি দাদন ও ভূয়া সমিতির বিরুদ্ধে আইন প্রয়োককারী সংস্থার কাছে অন্যায় ও জুলুম কারি সদস্যদের বিচার দাবি করেন।