চিরিরবন্দরের সাঁইতাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার পাশ্ববর্তি খোচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহেবুল্লাহ শাহের একমাত্র কন্যা বর্তমানে খুলনার ডুমুরিয়ায় মাঠ প্রশাসনে নারী ইউএনও মোছাঃ শাহনাজ বেগম স্বগৌরবে তারুণ্যেদীপ্ত হয়ে কাজ করছেন। সব সময় ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। তাঁর স্বামী মোঃ আহসান হাবীব খুলনা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিসিপ্লিন বিভাগে শিক্ষকতা করছেন।
“সুশাসনে গড়ি সোনার বাংলা” ছড়িয়ে দিতে অবিরাম গতিতে তার উদ্যম মনোদীপ্ততায় এগিয়ে চলেছেন উপজেলা প্রশাসন ডুমুরিয়া। অনিয়ম দুর্নীতির আধাঁর কেটে আলোর মিছিলে জেগেছে ডুমুরিয়ার সমাজ সভ্যতা। সে আলোয় আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারের নানামুখী প্রশাসন সেবা। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি ফুলতলা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সাধারণ জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা প্রত্যাশার প্রশাসনের যাত্রায় তিনি যেন উপজেলার একজন স্বপ্নকন্যা।
সফলতার সাথে পড়ালেখা জীবন শেষ করে ২৯তম বিসিএস-এর মাধ্যমে ১ আগস্ট ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। একই পদে তিনি ডিসেম্বর’১২ নীলফামারি জেলায় বদলী হন। সেখানে তিনি বুনিয়াদি প্রশিক্ষণ এবং আইন ও প্রশাসন প্রশিক্ষণ শেষ করে বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হন। ফেব্রুয়ারি ১৫ সালে তিনি সহকারি কমিশনার (ভূমি) প্রশিক্ষণ ও সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে সহকারি কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনাতে ন্যস্ত হন। ২০১৫ সালের জুন মাসে তিনি সহকারি কমিশনার (ভূমি) পদে খুলনা জেলার ফুলতলা উপজেলায় যোগদান করেন। উপজেলা ভূমি অফিসের শোভাবর্ধন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সংষ্কার ও উন্নয়ন, ভূমি অফিসকে দালালমুক্ত করণ, গণশুনানিসহ সরকারি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ২০১৬ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ এসি ল্যান্ড নির্বাচিত হন।
২০১৬ সালের শেষের দিকে তিনি ৬ মাস ফুলতলা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার পদে জনপ্রিয়তার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি সিনিয়র সহকারি কমিশনার পদে প্রমোশন পান। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন।
২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি ভারতের দেরাদুন রাজ্যের মুশুরী হতে প্রশাসন সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৮ সালের মে মাসে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় বদলি হন। এখানে তিনি সরকারের সেবাসমূহকে সর্বাত্মক স্বচ্ছতার সাথে সাধারণ জনগণের দোরগোড়ার পৌঁছে দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। যুগ যুগ ধরে প্রভাবশালী মহলের বেদখলে থাকা সরকারি খাল দখলমুক্তকরণ, অবৈধভাবে বালু উত্তোলন দমন, ভদ্রা নদীকে দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, বাল্যবিবাহ দমন ও প্রতিরোধ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা সংষ্কার, মসজিদ, মন্দির, শ্মশাণ সংষ্কার ও নির্মাণসহ পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব নিরসনে দায়িত্বের সাথে ভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি ডুমুরিয়া উপজেলা ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা পাকাকরণ, শিশুপার্ক সংস্কার, চুরি বন্ধে মসজিদ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, প্যানেলসহ সোলার লাইট স্থাপন, উপজেলা পুকুরের চারপাশে চলার পথ ও দৃষ্টিনন্দন ছাতাসহ বসার জায়গা নির্মাণ এবং নয়নাভিরাম রঙ্গিণ বাতি স্থাপন করে সমগ্র ক্যাম্পাসটিকে শরীরচর্চায় প্রাতঃভ্রমণ, বিনোদন ও অবকাশের জন্য একটি আধুনিক ক্যাম্পাসে পরিণত করেছেন।
একজন শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে পদার্পন করেন। কোমলমতি শিশু শিক্ষার্থীর গুণগত এবং লেখা পড়ার জন্য মানসম্মত বিদ্যাপীঠ গড়ে তোলার নানা কার্যক্রম শুরু করেছেন ইতোমধ্যে। বিদ্যালয়ে ইউএনও’র ঝটিকা অভিযানের ফলে নিয়ম মাফিক চলছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্লাশের পড়া ক্লাশে নিশ্চিত করার ফলে প্রাইভেট নামের কোচিং বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার অৎপাড়া গাঁয়ের নারী জাতিকে শিক্ষিত করে মাথা উঁচু করে দাঁড়াবার সিঁড়ি হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি অবিরত। বর্তমানে তিনি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন প্রশাসন ক্যাডার নারী-পুরুষ উভয়ের জন্যই উন্মুক্ত। তবে এখানে একজন পুরুষ কর্মকর্তা যেভাবে অনায়াসে খ্যাতি বা সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করেন, একজন নারী কর্মকর্তাকে তার দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করে গ্রহণযোগ্যতার সে পর্যায়ে আসতে প্রচুর কষ্ট করতে হয়। কারণ, একজন পুরুষ কর্মকর্তাকে সবাই যেভাবে গ্রহণ করে, একজন নারী কর্মকর্তাকে সেভাবে গ্রহণ করতে চায় না, যা মানুষের সহজাত প্রবৃত্তি। তাছাড়া নারী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কাজে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং সে বাধা দক্ষতার সাথে অতিক্রম করার চেষ্টা করেছি। কারণ একজন নারী কর্মকর্তার কাছে পুরুষের পাশাপাশি নারীরা নির্বিঘেœ তাদের সমস্যাগুলো প্রকাশ করতে পারে, যা জনগণের অধিকার নিশ্চিতকরণসহ নারীর ক্ষমতায়নে সহায়ক।
তিনি আরও বলেন নারী কর্মকর্তা হিসেবে সাংসারিক সকল কাজ এড়িয়ে যাওয়ার উপায় নেই। কেননা ’যে রাঁধে সে চুলও বাধে’। একজন নারী কর্মকর্তার সংসার জীবন প্রাপ্তি ও ত্যাগের এক মিলিত প্রক্রিয়া। সাংসারিক কাজে পুরোপুরি সময় দেয়া সম্ভব না হলেও সন্তানের লেখাপড়াসহ সংসারের বিভিন্ন বিষয় তিনি নিয়মিতভাবে তদারকি করেন।
ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন বর্তমান উপজেলা প্রশাসনের দায়িত্বরত্ব ইউএনও মহোদয় খুবই দায়িত্বশীল এবং কর্মঠ। সরকারের রুটিন কাজকর্ম থেকে উন্নয়ন সবই সে নিপুণ হাতে দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন। মাদক, বাল্যবিবাহ, দুনীর্তিসহ বিভিন্ন বিষয়ে তিনি নিষ্ঠার সাথে কাজ করছেন।
তিনি জনগণের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি সেবা প্রাপ্তিতে নারী-পুরুষ, ধনী-দরিদ্র, প্রভাবশালী-দুর্বল সবার সমান অধিকার নিশ্চিত করেছেন। এক্ষেত্রে তিনি সরকারের সেবা প্রকৃত ব্যক্তির প্রাপ্তির বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম প্রসঙ্গে বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার ডুমুরিয়া উপজেলায় ইউএনও হিসেবে তিনি সেরা। আমার কিছু পরামর্শে শ্রদ্ধশীল হয়ে প্রতিটি কাজ তিনি দক্ষহাতে পরিচালনা করেন। তাঁর কাজ দেখে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রশাসনে রাজনীতি নয়, উন্নয়নের জন্য প্রশাসন। একজন নারী কর্মকর্তা যোগদান করায় অনেকে বিরূপ মন্তব্য করেছিল কিন্তু তিনি যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন দক্ষ অফিসার। রাষ্ট্রে নারীর ক্ষমতায়ন ও অগ্রাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসনে দৃঢ়তার সঙ্গে কাজ করছেন। যে কারণে আজ তিনি হয়ে ওঠেছেন অভিন্ন। সম্পূর্ণ প্রচার বিমুখ, উদর ও সাদা মনের মানুষের মর্যাদা তথা মানুষের উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় তিনি আজ একজন আলোর মুখচ্ছবি।