নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো’র সরকারি মোবাইল ক্লোন করে এক মাদ্রাসার সুপারের কাছ থেকে বিকাশে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এবিষয়ে শুক্রবার সন্ধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়াও এব্যাপারে উপজেলা প্রশাসনের ফেইসবুক পেজে সর্তকতামূলক পোস্টও দেয়া হয়েছে।
জিডি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নম্বরটি ক্লোন করে উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের মোবাইল নম্বরে ফোন করে প্রতারক চক্র। ইউএনও এর পক্ষ থেকে ওই মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেয়া হবে প্রলোভন দেখিয়ে তিনটি বিকাশ নম্বরে মোট ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে রাত ১০টায় ইউএনও সুশান্ত কুমার মাহাতো’র কার্যালয়ে ল্যাপটপ নিতে আসেন সুপার নজরুল ইসলামসহ ওই মাদ্রাসার ৪ শিক্ষক ও ২ছাত্র।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, এবিষয়ে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অনেকের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। বিষয়টি জানার পর থেকেই এবিষয়ে উপজেলা পেজে সতর্কতামূকল পোস্ট করা হয়েছে। অনেককে সর্তক করা হয়েছে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এবিষয়ে সিংড়া থানায় ইউএনও ও বারোইটি মাদ্রাসার পক্ষ থেকে দুটি পৃথক পৃথক জিডি দায়ের হয়েছে।