আর্থিক লোকসানের কারনে জরাজির্ন বাংলাদেশ চিনি ও খাদ্র শিল্প কর্পোরেশন এরই একটি প্রতিষ্ঠান কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল। এই চিনিকলটিসহ চিনি শিল্পের সব কটি প্রতিষ্ঠান বর্তমানে কোটি কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে। রাষ্ট্রাায়াত্ব এই চিনি শিল্প গুলো প্রতি বছর ব্যাংক থেকে লোন নিয়ে আখ চাষিদের বিক্রিত আখের টাকা পরিশোধ, সার, কীচনাশক ক্রয়, মিল গুলোতে মেরামতি কাজ এবং শ্রমিক কর্মচারিদের বেতন ভাতা, উৎসব ভাতা মিটিয়ে থাকে। এই অবস্থায় বর্তমান শিল্প বান্ধব সরকার জাতীর জনক বঙ্গু বন্ধুর শাসনামলের রাষ্ট্রায়াত্ব চিনি শিল্প গুলোর উৎপাদনের চাকা সচল রাখার স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশে সংশ্লিষ্ট কর্পোরেশন ও ট্রেড ইউনিয়ন গুলো সাশ্রয় নীতিমালা গ্রহন করেছে।
ইক্ষু উন্নয়ন কর্মী,কারখানা শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা পর্যায় পর্য়ন্ত শতশত শুন্য রয়েছে । এই চিনি শিল্পটি অতিকষ্টের মধ্য দিয়ে ইক্ষু উন্নয়ন ও চিনি উপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। অনেক মিলের শ্রমিকরা২/৩ মাস বেতন পায়না। তারপর ও তারা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। বতৃমানে মোবারকগঞ্জ চিনিকল সহ দেশের আর ও ১৫টি চিনিকল লাভজনককরা যায় কিনা সে ব্যাপারে যৌথ ভাবেসভা করে অঙ্গিকার বদ্ধ হয়েছেন চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, পরিচালকগন, সদর দপ্তরের সকল কর্মকর্তা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের শ্রমিক কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ এবং প্রতিটি চিনি কলের শ্রমিক ইউনিয়ন ও ব্যবস্থাপনা কর্তপক্ষ। এদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারি ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের কয়েকটি সভায় জোরালো বক্তব্যর মধ্যে একই সুরে কথা বলেছেন ফেডারেশনের সভাপতি কেরু এন্ড কোং সিবিএ সাধারন সম্পাদক মাসুদুর রহমান।
ফেডারেশন নির্বাচনের পর মোবারকগঞ্জ চিনি কলের সদ্য যোগদানকারি ব্যবস্থাপনা পরিচালক অনোয়ার কবিরসহ মোচিক সভাপতি ও সদর দপ্তরের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল এবং সহসভাপতি শরিফুল ইসলামের সস্মানে মোবারকগঞ্জ চিনি কলের বিভিন্ন বিভাগ পৃথক ভাবে সস্বর্ধনা সভায় অয়োজন করে। সভাগুলোতে মোচিক ইউনিয়ন সভাপতি গোলাম রসুল তার বক্তব্যে দৃঢতার সাথে অঙ্গিকার করেছেন যে, দেশের ১৫ টি চিনি কলের শ্রমিক ইউনিয়ন সগ কেন্দ্রিয় ফেডারেশন নেতৃবৃন্দ ভবিষ্যতে কোন প্রকার অনিয়ম, দূনিতি এবং স্বজনপ্রীতিতে জড়িত হবে না। শির।প বান্ধব সরকারের চিনিশিল্প রক্ষার স্বার্থে ভবিষ্যতে সদর দপ্তরথেকে শুরু করে প্রতিটি চিনিকলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোন প্রকার অনিয়ম,দূনীতি করলে শ্রমিক ও আখচাষি মিলে গন আন্দোলন গড়ে তুলবে।