কুড়িগ্রামের রাজিবপুরে ডিসি রাস্তার পশ্চিমে বন্যার কিছুটা উন্নতি হলেও ডিসি রাস্তার পূর্বপার্শে¦ বন্যার অবনতি হয়েছে। সরে জমিনে দেখা গেছে,রাজিবপুর উপজেলার আশেপাশে থেকে সামান্য পরিমান পানি কমেছে। কিন্ত ু রাজিবপুর উপজেলার পূর্বপাশে পাহাড়ী ঢলের পানি বাড়া অব্যহত রয়েছে। গত ৩ দিনে উপজেলার ৩ ইউনিয়নের বন্যার্তদের মাঝে ৬০ মে.টন জিআরের চাল বিতরন হলেও পানি বন্দি অনেক পরিবারের মাঝে ত্রান পৌছেনি বলে বন্যার্তদের অভিযোগ।অপর দিকে ত্রান বিতরনে স্বজনপ্রীতি চলছে বলেও অভিযোগ করেছেন বন্যার্তরা। বন্যার্তদের অভিযোগ যারা ত্রান দিতে যান প্রতি নৌকায় ২০ থেকে ২৫ বস্তা করে চাল রেখে দেয়। পরে বস্তা গুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়। স্বজনপ্রীতি ও অনিয়ম দুর করতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণে সেনাবাহিনীর সহযোগিতার প্রয়োজন মনে করছেন অনেকেই।