মুক্তাগাছায় গর্তের পানিতে ডুবে দুইজন শিশু মারা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের পূর্ব চন্ডিমন্ডপ এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাজিমউদ্দিনের সাড়ে ৪ বছর বয়সী পুত্র উজ্জ্বল মিয়া এবং মৃত সাজ্জাদ হোসেনের সাড়ে ৪ বছর বয়সী মেয়ে জান্নাত। নিহতরা স্থানীয় বাসিন্দা।
দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী হুসি জানান, স্থানীয় এক ব্যক্তি নতুন ঘর তৈরি করছিলেন। ঘরের খুঁটি লাগানোর জন্য সেখানে মাটি খুঁড়ে গর্ত করা হয়।
সকলের অজান্তে সেই গর্তে জমা পানিতে দুই শিশু ডুবে গিয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।