আাত্রাই নদীর পানির ¯্রােতে নাটোরের সিংড়া উপজেলার পানাউল্লাহ খালের বখতারপুর ব্রীজ ভেঙে পড়েছে। শুক্রবার সকালে হঠাৎ ব্রীজটির এক পার্শ্বে হেলে যায়। পরে দুপুরে পানির তোড়ে ব্রীজটি ভেঙে গেলে উপজেলা সদরের সাথে বখতারপুর, গোবিন্দনগন, বারোইহাটি, ডাকমন্ডবসহ অন্তত ২০টি গ্রামের প্রায় কুড়ি হাজার লোকের যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায়।
স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদ ও এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য আশির দশকে শেরকোল-বখতারপুর এই ব্রীজটি নির্মিত হয়। আর এই ব্রীজটি অত্যন্ত সরু এবং ইটের তৈরি। তাছাড়া আত্রাই নদী থেকে ঐতিহ্যবাহী হালতি বিলের মধ্যে পানি প্রবেশের একমাত্র এই বখতারপুর ব্রীজ। হঠাৎ ব্রীজটি ভেঙে পড়ায় ওই রাস্তায় চলাচলাকারীরা বিপাকে পড়ে।
ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, ব্রীজটি হঠাৎ ভেঙে পড়ায় প্রায় ২০ হাজার লোকের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এখন পানির তোড়ে পাশবর্তী লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল বলেন, ব্রীজ ভেঙে যাওয়ার খরব পেয়ে ছুটে এসেছি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরামর্শক্রমে বন্যা কবলিত লোকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
নাটোর এলজিডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বলেন, বখতারপুর ব্রীজটি ভেঙে যাওয়ায় আপাতত সেখানে একটি বাশের সাকো তৈরি করা হবে। আর বন্যা পরবর্তীতে নতুন করে পরিকল্পনা দেয়া হবে।