কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি আড়াইশ গ্রাম গাঁজা সহ নাছিমা খাতুন(৩০)কে আটক করেছে। জানা গেছে শুক্রবার দুপুর ১২ দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের নির্দেশে এসআই নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলামপুর গ্রামের শাহাবুদ্দিনের বাড়ি থেকে এ সকল গাজাসহ তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় শাহাবুদ্দীন পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন এস আই আবু সায়েম,আমাদী পুলিশ ক্যাম্পের আইসি হাসিব ও পুলিশ সদস্য গোলাম রব্বানী। এ ব্যাপরে কয়রা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।