উপজেলার মাওয়া মুন্সিগঞ্জ সড়কের হলদিয়া বাজার এলাকায় অটোরিস্ক্রা -মোটর সাইকেলের মুখোমুখি সংঘষের্র ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে পাঁচ জন যাত্রী সহ অটোরিস্ক্রা টি উপজেলার দিকে যাচ্ছিল, অপর দিকথেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে , পাচঁ জন যাত্রী সহ অটো রিস্ক্রাটি রাস্তার পাশে খাঁদে পরে যায় । এদের মধ্যে গুরুতর আহত রেহেনা বেগম ও আতিককে, র্যাব-১১,ভাগ্যকুল ক্যাম্পের সদস্য এনকে মোঃ জুয়েল রানা ও এসএনকে আব্দুস সালাম উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তিকরেন। আহত রেহানা বেগম উপজেলার কামারখোলা গ্রামের মৃত জয়নাল মোল্লার স্ত্রী ও মোঃ আতিক একই গ্রামের মোঃ ইব্রাহিম মোল্লার ছেলে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো বলে জানান তারা।