কিশোরগঞ্জের করিমগঞ্জের নদী ভাঙ্গন ও পানিতে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে শুক্রবার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে চংনোয়াগাও গ্রামের নদী ভাঙ্গন ও পানিতে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে " প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার" ত্রান সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন, ভাইস চেয়ারম্যান মোঃ হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সুতারপাড়া চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ প্রমুখ।