‘পানি হলেই দুর্ভোগ পোহাতে হয়, সাতারপুরে অবস্থিত নরসুন্দী নদীর উপর স্থাপিত বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় নদীর তীরের বাসিন্দাদেরকে। বর্ষা এলেই সাঁকোটি পানিতে তলিয়ে যাওয়ায় এলাকার মানুষজনকে পারাপারে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। ইউনিয়ন ও সংসদ নির্বাচনে কত প্রার্থীই কথা দিয়ে যান সেতুটি পাকা করে দিবেন। কিন্ত নির্বাচনে জয়ী হলেই সাঁকোটির ব্যাপারে সবাই বেমালুম ভুলে যান। কেউ কোন দিন খবর রাখে না, এ অঞ্চলের মানুষ কিভাবে নদী পারাপার হচ্ছে’। এভাবেই বলছিলেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মিজানুল হক। শুধু তিনিই নন তার মতো সহ¯্রাধিক এলাকাবাসী একই দাবী সাতারপুর বাঁশের সাঁকোটিকে পাকা করনের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে , প্রতিদিনই এ সাঁকো দিয়ে দূর দুরান্তের মানুষ পারাপার হচ্ছেন খুবই ঝুঁকি নিয়ে। নরসুন্দা নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার লোক। এতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীসহ এলাকার লোকজন একটি জরাজীর্ণ সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন সাতারপুর বাজার ও কিশোরগঞ্জে আসার আসার জন্য এই সাঁকোটি ব্যবহার করেন। গ্রামগুলো হলো সুবন্দী, সাতারপুর, গাংগাইল, গালিমগাজী। এসব গ্রামের লোকজন এই স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল মাহমুদ সুজন বলেন, আমার জন্মের পূর্বে থেকেই এই সাঁকো। ছোটকাল থেকেই দেখে আসছি । তবে পূর্বে মানুষজন নৌকায় নদী পারাপার হত। ইতিপূর্বে সাংসদ মজিবুল হক চুন্নু সেতুটি নির্মাণের আশ্বাস দিয়েছিল, অনেক চেষ্টা করেছিল, অনেকবার সেতু নির্মাণে বাজেট এনেছিল কিন্তু স্থানীয় দুয়েকজন ব্যক্তির বাধার মুখে সেতুটি আর বাস্তবায়ন হচ্ছে না । নিজের জায়গার উপরে সেতু হতে দেবে না স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। যার কারণে বারবার বাজেট আসার পরে আর সেতু নির্মাণ হচ্ছে না।
পল্লী চিকিৎসক মাজহারুল ইসলাম বলেন, ‘সাঁকোটি আমাদের বাজারের সাথে অবস্থিত। প্রতিদিন সাতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শ শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক সময় ছাত্রছাত্রী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হন।’
সাতাপুর বাজার পরিচালনা কমিটির লোকজন বলেন, নরসুন্দা নদীর ওপর সেতু নির্মিত হলে বাজারটি আরও জমজমাট হবে।
শিক্ষার্থী আসাদ ও সুমন জানায়, পার হওয়ার সময় সাঁকোটি দুলতে থাকে। ছোট ছেলেমেয়েরা একা সাঁকো পার হতে পারে না। মা-বাবা তাদের পার করে দেন।
শেখ আবুল মনসুর লনু বলেন, এখানে একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেতু নির্মিত হলে সাতারপুর বাজারে আসতে গ্রামের মানুষের উপকারে আসবে। এ বিষয়ে স্থানীয় সাংসদ উদ্যোগী হয়েছেন এবং উন্নয়ন তালিকায় সেতুটি অন্তভূক্ত রয়েছে বলে জানিয়েছেন।