‘পরকীয়া প্রেমের সম্পর্ক ইতি টানতেই বউকে হত্যা করেছি এবং তারপরই থানায় এসে আত্মসমর্পন করেছি। এ বিষয়ে যা বলার আদালতেই বলব।’ এমনভাবেই অকপটে কথাটি বললেন স্ত্রীকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণকারী ঘাতক স্বামী শরীফুল ইসলাম রেন্টু (৩৫)। সে রাজশাহীর পবা উপজেলার কলারটিকর গ্রামের কাশেমের ওরুফে খোকার ছেলে। রেন্টু নির্মান শ্রমিকের কাজ করেন। এর আগে শুক্রবার (১৯ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে তার স্ত্রী লাভলী বেগমকে (২৮) ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে গলা ও পায়ের রগ কেটে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় এসে ঘটনার বর্ণনা দিয়ে আত্মসমর্পণ করেন রেন্টু। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পায়।
এ তথ্য নিশ্চিত করে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, রেন্টুর ভাষ্য মতে, সংসারে দুইটি সন্তান থাকা স্বত্বেও তার স্ত্রী পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এ বিষয়ে বারংবার নিষেধ করা স্বর্তেও তার স্ত্রী কর্ণপাত না করায় ঘৃণা ও ক্ষোভ থেকেই রেন্টু তাকে হত্যা করেছেন। কয়েক বছর আগে একই উপজেলার সাইরপুকুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে রেন্টুর বিয়ে হয়েছিল।
ওসি জানান, নিহত লাভলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাভলীর বাবা বাবলু রেন্টুর বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করেছেন। হত্যার ঘটনায় রেন্টু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে চেয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
প্রসজ্ঞত, একই কারণে এই উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকায় ২০১৬ সালের ১৭ এপ্রিল স্ত্রীকে জবাই করে আত্মসমর্পণ করেছিলেন একই নামের রেন্টু। তবে তার পুরো নাম শরিফুল ইসলাম রেন্টু (৩৬)। যে মামলায় বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত।