নদ-নদীর পানি বাড়তে থাকায় নওগাঁয় শহররক্ষা বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে আবাদি জমি, ফসল ও ঘরবাড়ি। এদিকে, বগুড়া, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বাড়ছে প্রধান প্রধান নদ-নদীগুলোর পানি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ।
নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার পর এবার রাণীনগরে ছোট যমুনা নদীর বাঁধের ৫০ ফিট অংশ ভেঙে গেছে। পানি ঢুকে তলিয়েছে গ্রামের পর গ্রাম। ডুবে গেছে রবি শস্যের ক্ষেত। বানভাসিদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
জামালপুর
যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জসহ ৬ উপজেলায় বন্যার পানি কমেনি। সড়ক প্লাবিত হওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনে পানি উঠে যাওয়ায় ভেঙে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা।
কুড়িগ্রাম
ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভাসছে ৯ উপজেলার ৫৭৮টি গ্রাম। পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ।
বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটেও বন্যা পরিস্থিতি আগের মতোই। থাকা-খাওয়ার সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগ।
এছাড়া শরীয়তপুরে পদ্মা নদীর পানি বাড়ায় জলমগ্ন সড়ক। নড়িয়া ও জাজিরা উপজেলার অন্তত ১৫টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।