কিশোরগঞ্জে বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসরের ৫৫৯তম সাহিত্য সভায় বরেণ্য এই লেখককে স্মরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা।
প্রধান আলোচক ছিলেন সত্তর দশকের প্রধান কবি আশুতোষ ভৌমিক।
ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় আলোচনায় অংশ নেন বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল, শিল্পী সমর বসাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা দেব নাথ, সহ সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান,সহপ্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, কাজী আহমেদ রাজু, কবি জাবের রহমান, চাঁদনী আক্তার চুমকী, রিমা আক্তার প্রমুখ।
সভায় উপস্থিত কবি-সাহিত্যিকগণ কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন এবং শিল্পীরা সংগীত পরিবেশন করেন।