বৃহস্পিবার সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে মুকুন্দপুর ২য় আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি।
মুকুন্দপুর ২য় আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মুন্নাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. গুলজার হোসেন, ডাবোর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুকুন্দপুর ২য় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন।