বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে আটকে রেখে ধর্ষনের ৭ দিন পর মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিত মা বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ধর্ষণের অভিযোগে উপজেলার বাঁশো দিঘীরপাড় গ্রামের মোয়াজ্জেম হোসেন ও ধর্ষনের সহযোগীতা করায় ছোট চাঙ্গুইর গ্রামের আবু বক্কর সিদ্দিককে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে তারা দুইজনই পলাতক রয়েছে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বাঁশো দিঘীরপাড় গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০) পাশের ছোট চাঙ্গুইর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর (১৫) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ জুলাই (শুক্রবার) রাতে মোয়াজ্জেমের বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে রাতে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। ওই রাতে ওই কিশোরীকে ধর্ষন করে। শনিবার সারাদিন তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে। এদিকে শনিবার সকাল থেকে পরিবারের লোকজন ওই কিশোরীকে খুঁজতে থাকে। সন্ধ্যার পর মেয়েটির চিৎকারে গ্রামের লোকজন জানতে পেরে ঘরের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক মোয়াজ্জেম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
কিশোরীর বাবা বলেন, কিশোরীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন সুস্থ রয়েছে। থানায় দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।