ঢাকায় নিরাপদ পানি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়াসার কার্যক্রম নিয়ে অনুসন্ধান চালিয়ে তাদের ডজনখানেক প্রকল্পে অনিয়ম-দুর্নীতি পাওয়ার কথা জানিয়েছে দুদক।
এসব উন্নয়ন প্রকল্পসহ সরকারি এই প্রতিষ্ঠানে দুর্নীতির ১১টি উৎস চিহ্নিত করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
এসব দুর্নীতির উৎস বন্ধে ১২টি সুপারিশসহ একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক। বৃহস্পতিবার দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন।