বগুড়ায় এক পোলট্রি মালিকের বিদ্যুতের তারে জরিয়ে তিশামনি (৬)নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে । মমার্ন্তিক ঘটনাটি গটেছে বৃহস্পতিবার সকালে সদর এলাকার শাখাড়িয়া ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে। নিহত তিশামনি জঙ্গলপাড়া গ্রামের জহুুরুল ইসলামের মেয়ে ।
জানা গেছে , এলাকার প্রভাবশালী নাহিদ নামের এক ব্যাক্তি এলাকায় স্থাপিত একটি মুরগী ফার্মে শিয়ালের হাত থেকে মুরগী রক্ষায় পাশের রাতের বেলায় সীমানাঘেষা স্থানের ষ্টিলের তার দিয়ে তৈরী করা নেটে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে।
এদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে নিহত তিশামনি পাতা কুড়াতে যায় সেখানে । এর এক পর্যায়ে সে ওই পোলট্রি তারে হাত দিলে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্য বরন করে। এঘটনায় গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাবাসীর অভিযোগ সমপ্রতি এলাকায় ব্যাঙ্গের ছাতার মত অনুমতি বিহী পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করায় এমনিতেই এলাকাবাসীর দূর্ভোগের সীমা নেই । তার উপর নিরাপত্তা বলয় তৈরীর নামে তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় ছোট ছোট শিশু কিশোর সহ এলাকার বাসীর নিরাপত্তা এখন মারত্বক হুমকির মুখে রয়েছে।