যশোর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারের উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। প্রত্যাশিত রেজাল্ট করেছে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ। গতবারের চাইতে এবছর ভাল রেজাল্ট করেছে যশোর সরকারি মহিলা কলেজ। কলেজটিতে এবার পাশের হার বেড়েছে। যশোর শিক্ষা বোর্ড কলেজের ফলাফল ভালো হলেও শতকরা পাশের হার গেল বারের চাইতে একটু কম। তবে শহরের কলেজগুলোর মধ্যে সব চাইতে খারাপ ফলাফল করেছে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ। এ বছর কলেজটির দেড়শ’র বেশি শিক্ষার্থী ফেল করেছে। বুধবার উচ্চমাধ্যমিকও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষনে এই চিত্র উঠে এসেছে।
এবছর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) থেকে উচ্চ মাধ্যমিকে ৬৫৪ জন পরীক্ষার্থীর ভেতর ৬৪৭ জন পাস করেছে। কলেজেটিতে এবারের পাসের হার শতকরা ৯৭ দশমিক ৪০ ভাগ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই ২১২ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৩৭ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। গতবছর এমএম কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্তির পরিমাণ ছিল ১৬৭। পাসের হার ছিল ৯৬ দশমিক ৯১। সরকারি মহিলা কলেজে পাসের হার শতকরা ৮৬ দশমিক ৬৬। গতবার পাসের হার ছিল শতকরা ৭৬ ভাগ। এবছর কলেজটি থেকে ৬৭৫শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৫৮৫ জন কৃতকার্য হয়েছে। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। এবার শিক্ষা বোর্ড মডেল স্কুল এ- কলেজ থেকে ১৭০ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে অংশ নেয়। এদর মধ্যে ২২ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৮৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫জন। গতবছর কলেজটির পাশের হার পরিমাণে আরেকটু বেশি ছিল। গেল বছর কলেজটি থেকে পাস করেছে শতকরা ৮৮ দশমিক ৩৭। ওই বছর জিপিএ-৫ প্রাপ্তির পরিমাণ ছিল ৬।
আর এবার শহরের কলেজগুলোর মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ। এখান থেকে উচ্চ মাধ্যমিকে ১৬৭ জন শিক্ষার্থী ফেল করেছে। এবছর কলেজটি থেকে ৬৬১ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকপরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণদের মধ্যে ১১ জন জিপিএ-৫ পেয়েছে। প্রশাসনিক ব্যর্থতা আর অধ্যক্ষের অদক্ষতা ও নির্লিপ্ততার কারণে কলেজটি পড়াশুনায় দিনকে দিন পিছিয়ে পড়ছে বলে অভিভাবকরা অভিযোগে জানিয়েছে।