যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে আকাশ নামে এক ছেলের বিরুদ্ধে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। আকাশের ভয়ে ওই ছাত্রীর কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আকাশ একই গ্রামের আলিম ব্যাপারির ছেলে।
বাদীর অভিযোগ, তার মেয়ে সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজে লেখাপড়া করে। কলেজে যাওয়া-আসার পথে অভিযুক্ত আকাশ মেয়েটিকে উত্ত্যক্ত করে। বিষয়টি ওই মেয়ে তার পরিবারকে জানায়। মেয়ের পিতা আকাশের পিতাকে বিষয়টি জানান এবং তার মেয়েকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে আকাশ ক্ষিপ্ত হয়। একপর্যায়ে গত ১৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আকাশ মেয়ের বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করার চেষ্টা করে। বর্তমানে আকাশের ভয়ে মেয়েটি কলেজে যেতে পারছেনা।