যশোরের ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের ফারুক হোসেন হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ১৯ জনকে অভিযুক্ত করে যশোর আদালতে এসআই শিকদার রকিব উদ্দিন এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, মনোহরপুর গ্রামের মৃত জামাল উদ্দিন বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান, মন্টু মিয়ার ছেলে রানা হোসেন, মৃত হারেজ আলী বিশ্বাসের ছেলে কেছমত আলী, ইসমাইল হোসেন বিশ্বাসের ছেলে মিন্টু মিয়া, মৃত আহাদ আলীর দুই ছেলে নিছার আলী কটা ও খোকন, মৃত এমদাদুল হকের দুই ছেলে ওলিয়ার রহমান ও আবদুল আলী, মনছের আলীর ছেলে আনসার আলী, ওলিয়ার রহমানের ছেলে মনোয়ার হোসেন, মৃত আহাদ আলীর ছেলে শুকুর আলী, মৃত জামাল উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মতিয়ার রহমান, আবু কালাম ও মিকাইল হোসেন, মৃত আনার মিস্ত্রীর ছেলে আবদুল আলিম, মৃত কুদরত আলীর ছেলে মোন্তাজ আলী, মশিয়ার রহমানের স্ত্রী সাধনা বেগম ও ছেলে সোহাগ এবং মিকাইল হোসেনের ছেলে উজ¦ল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, মনোহরপুর গ্রামের মহিউদ্দিনদের সাথে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে গত ২৩ জানুয়ারি আসামিরা মহিউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লোকজনদের মারপিট করে। এ সময় আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন গত ২৭ ফেব্রুয়ারি মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ১৯ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে।