যশোর উপশহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শেখর চন্দ্র দাস (২৮) বাঘারপাড়া উপজেলার রাঘবপুর গ্রামের রতন দাসের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহত শেখরের প্রতিবেশি খোকন জানায়, মোল্যা সল্টের ডিলার শেখর চন্দ্র রায় বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে উপশহর ট্রাক টার্মিনালের স্প্রিড ব্রেকার পার হওয়ার সময় রিকসার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে ইন্টার্ণ ডাক্তার খালিদ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, খাজুরা বাজারের অদুরে শ্রমিক নেতারা ঘাতক ট্রাকটি (যশোর ড-১১-১০৬৬) আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে যথারীতি ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।