অবশেষে নড়েচড়ে বসেছে বে-দখল হওয়া সরকারী ক্যানেল উদ্ধারে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ। ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক মহানন্দা নদী থেকে বেশ কিছু গ্রামের ভিতর দিয়ে প্রায় ৮কিলোমিটার ক্যানেল বিলভাতিয়ায় প্রবেশ করেছে। কালেরবির্বতনে ইমামনগর, বীরশ্বরপুর ও সুরানপুর গ্রামের কিছু প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরী করে। ফলে এ বৃষ্টিতে বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সম্প্রতি ভোলাহাট সংবাদসহ অন্যান্য পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনদূর্ভোগের কথা তুলে ধরে বেশ লেখা-লেখি হয়। ফলে নড়েচড়ে বসেন ভোলাহাট উপজেলার দায়িত্বশিলেরা। ১৭ জুলাই গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বীরশ্বরপুর, সুরানপুর ও ইমানগর তার ইউনিয়নের আওতায় হওয়ায় পয়নিষ্কান পথ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে ফলে দখলদারদের অবৈধ স্থাপনা সরাতে নোটিশ প্রদান করেছেন। নোটিশ পাওয়ার ৩দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সরকারী বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি)কে কপি প্রদান করা হয়। এদিকে জলাবদ্ধতা দূর করতে ক্যানেলটি উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যহত রেখেছেন বলে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন জানান।