বাঘারপাড়ায় দুই সমাজ পতির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় একই দিনে একই এলাকায় এই দুই সমাজ পতির মৃত্যুর খবরে উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায় গত ১৭ই জুলাই বিকাল ৩টার দিকে বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের খালেক সিকদার (৭০) হঠৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কিছু ক্ষণের মধ্যে মৃত্যু বরণ করেন। খালেক সিকদার এই এলাকায় মানুষের কাছে একজন সমাজ পতি হিসাবে পরিচিত ছিলো। ১৮ই জুলাই সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ৮নং বাসুয়াড়ী ইউ.পি চেয়ারম্যান আবু সাঈদ সরদার বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী গোলাম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে উপজেলার বাগডাঙ্গা গ্রামের শামছুর রহমান মাওঃ (৮০) ১৭ই জুলায় রাত ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্রে জানাই তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস রোগে ভুগছিলেন। এলাকাবাসী জানান শামছুর রহমান মাওলানা বরাবরই একজন সমাজ সেবক ও ইসলামি সমাজ ব্যবস্থার প্রবর্তক ছিলেন। তিনি দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন। তার বর্ণাঢ্য জীবনের কথা আলোচনা করে শেষ করা যাবে না। জীবিত থাকা অবস্থায়ও এই এলাকার মানুষ তার গুণ কৃত্তন করেন। ১৮ই জুলাই দুপুর ২.৩০ মিনিটে স্থানীয় বাগডাঙ্গা সম্মলিত বিদ্যালয়ের মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, সাবেক ভাইচ চেয়ারম্যান মাষ্টার নাসির হায়দার। বাসুয়াড়ী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ উপজেলা ও ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ। জানাজা শেষে তাকে বাড়ির পাশে পারিবারিব কবর স্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত নেত্রীবৃন্দ বলেন দুই সমাজ পতিকে হারিয়ে এলাকাবাসী একপ্রকার শোকে মর্মহত হয়ে পড়েছেন। বর্তমান ব্যধি গ্রস্ত সমাজে সামাজিক ন্যায় বিচার ও সুস্থ্য সমাজ গঠণে তাদের ভূমিকা ছিলো অত্যন্তগুরুত্বপূর্ণ।