চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণমাধ্যমকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে মৎস্যকর্মকর্তা লাপাত্তা। এ ঘটনায় অনুষ্ঠিত হয়নি জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন/মতবিনিময়সভা। ১৭ জুলাই (বুধবার) সকাল ১০টায় নাচোল উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র সংবাদ সম্মেলন/মতবিনিময়সভার আয়োজন করা হয়। এর আগে ১৬ জুলাই মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকর্মীদেরকে মোবাইলফোনের মাধ্যমে এদিনের আয়োজিত মতবিনিময়সভায় আমন্ত্রণ জানান নাচোল উপজেলা মৎস্য কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা আনোয়ার আলী। এদিকে আমন্ত্রণে সাড়া দিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীগণ যথারীতি সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রায় ১ঘণ্টা অপেক্ষা করেও মৎস্য কর্মকর্তার সাক্ষাৎ না পেয়ে তাঁর কার্যালয় ত্যাগ করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রদর্শিত ভিডিও কনফারেন্সে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে যোগদেন গণমাধ্যমকর্মীগণ। গণমাধ্যমকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে মৎস্যকর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানাকে অবহিত করলে তিনি মোবাইলফোনে মৎস্যকর্মকর্তার সাথে কথা বলেন। এ সময় চলতি দায়িত্বে থাকা মৎস্যকর্মকর্তা আনোয়ার আলী জানান জেলা অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে গিয়ে তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেন নি। তবে বেলা সাড়ে ১১টার দিকে তড়িঘড়ি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যানার টানিয়ে সংবাদ সম্মেলন/মতবিনিময়সভা অনুষ্ঠানের চেষ্টা করলেও গণমাধ্যমকর্মীগণ তা বর্জন করেন। এতে করে অনুষ্ঠিত হয়নি জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভা।