চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শেষে উপজেলা পর্যায়ে ২টি চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল এবং ২টি রানার্সআপ বালক ও বালিকা দলের হাতে ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। এ সময় তাঁর সাথে ছিলেন নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল মোত্তালিব ও সরকার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সেক্রেটারি আবদুর রশিদ। উল্লেখ্য, এদিন উপজেলার ২টি বালক ও ২টি বালিকা দলের মধ্য অনুষ্ঠিত ফাইনালে বালক দলে দিয়াড়া ডিমকইল প্রাথমিক বিদ্যালয় বনাম ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গোলশূন্য অবস্থায় খেলার নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে ৪-৩ গোলে দিয়াড়া ডিমকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালিকা দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্টের গৌরব অর্জন করেছে ডিমকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেদী হাসান এবং সর্বচ্চ গোল দাতার গৌরব অর্জন করেছে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুর রাহিম। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্টের গৌরব অর্জন করেছে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিফা খাতুন এবং সর্বচ্চ গোল দাতার গৌরব অর্জন করেছে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহফুজা আক্তার।