 
		
	রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু মরহুম আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার রুহের মাগফিরাত কামনার্থে দিনব্যাপী কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে পল্লীবন্ধু’র সমাধি অঙ্গনে দিনব্যাপী কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুর রাজ্জাক, বগুড়া-আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, সাবেক এমপি সাহানারা বেগম, এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আবদুল বারী, কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান নাজিম, শফিউল ইসলাম সাফি, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামসুল আলম, আজমল হোসেন লেবু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মহানগর জাতীয় পার্টির যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান লুসিড, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, নারী নেত্রী দিলারা বেগম দুলালী, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মাসুদার রহমান মিলন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আতাউর রহমান, মমিনপুর ইউপি নেতা আবদুর রহমান প্রামানিকসহ জাতীয় পার্টি রংপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সকল নেতা-কর্মী, এরশাদ ভক্ত এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গনেশপুর বায়তুনমামুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হুসেইন আহমেদ।