রাজশাহীর গোদাগাড়ীতে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এই মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্পাসারণ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস প্রমুখ।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহামানের সঞ্চালনায় আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে মেলার স্টল পরিদর্শন করেন মেলার প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।