বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। খেলায় মাটিহাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমূখ।