“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহের একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মশিদুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, কৃষকলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, মৎস্য চাষী জিয়াউর রহমান প্রমূখ। সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক। এরপূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।