বগুড়ার নন্দীগ্রাম সাবরেজিষ্ট্রার অফিসে বৃহস্পতিবার দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া আঞ্চলিক অফিসের একটি দল অভিযান চালিয়ে দূর্নীতির আলামত হিসেবে গুরুত্বপুর্ন বেশকিছু কাগজপত্র সংগ্রহ করেন। তবে এ ঘটনায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার দুদক বগুড়া আঞ্চলিক অফিসের একটি চৌকষ টিম সরেজমিনে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর দুদক কর্মকর্তারা সাবরেজিষ্ট্রার অফিসে অভিযান চালায়। অভিযান চলাকালে অসংগতিপুর্ণ কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়। এছাড়া সাবরেজিষ্ট্রার ও দলিল লেখকরা অতিরিক্ত কোনো টাকা উত্তোলন করবে না মর্মে দুদক কর্মকর্তাদের নিকট প্রতিশ্রুতি বদ্ধ হন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, অভিযানে কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সরকারি ফি’র অতিরিক্ত টাকা নিতে সর্তক করা হয়েছে। প্রাথমিক তদন্তে সাবরেজিষ্ট্রার অফিসে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মোবাইল ফোনে উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. নাজমুল হক সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।