“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী,পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাণীনগর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয় । র্যালী শেষে পরিষদ চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, নর্বিাচন কর্মকর্তা রুহুল আমিন,মৎস্য চাষী সাখাওয়াত হোসেন,আশরাফ হোসেন,মৎস্যজীবি প্রফুল্য চন্দ্র হালদার প্রমূখ।