মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, প্রকল্প কর্মকর্তা আমির হোসেন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সান্তাহার প্লাবন ভুমির মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ডেভিট রেন্টু দাস, ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুজন বর্মন, উপজেলা আঞ্চলিক মৎস্য সমিতির সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।