কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সমবায় কমিউনিটি মিলনায়তনে কিশোরগঞ্জ মডেল থানার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম। আলোচনায় অংশনেন অধ্যক্ষ (অব:) প্রফেসর রফিকুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজল, কিশোরগঞ্জ পৌর মেয়র পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাসউদ আনোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবদুল মান্নান, পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য সচিব ফরিদ আহমেদ, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, একুশে টিভির জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন, আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিলকিছ বেগম, গুরুদয়াল সরকারী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাজহারুল হক, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কাইয়ুম, বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা, কিশোরগঞ্জ পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন, মহিনন্দ ইউপি সদস্য আবদুল হেলিম প্রমুখ। বক্তারা কিশোরগঞ্জের আইন শৃঙ্খলার অবনতি, খুন রাহাজানি, চুরি, ছিনতাই, মাদকের বিস্তার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা কিশোরগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শহিদুল ইসলাম। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তারসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সদর উপজেলার কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।