ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সকল কওমী মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সূধীজনের সাথে কওমী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় হিফজুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে.এম এহছান,এডভোকেট এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আমিনুল হক।
সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও উলামা সমিতির সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, সহ-সম্পাদক হাফেজ মাওলানা নূরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান প্রমূখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসায় সকল কর্মকান্ডে দুর্নীতিমুক্ত থেকে সকলকে কাজ করার আহবান জানান।