‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ঝালকাঠি সদর আসনের এমপি শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। বৃষ্টি থাকায় সংক্ষিপ্ত র্যালি বের হয়। র্যালি শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এমপি আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশকে গড়ার জন্য সরকারে আইনই যথেষ্ট। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলেই মানবতা এবং মানুষের প্রতি ভালবাসার কারণে মাছ ধরার নিষিদ্ধকালীন সময় জেলেদের ৪০ কেজি করে চাল সহায়তা দিয়ে আসছেন। মৎস সপ্তাহের স্লোগানকে ধারণ করে সরকারে প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে তিনি মৎসজীবিসহ সকলের প্রতি আহবান জানান।
অতিথি ছিলেন, জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান।
পরে এমপি আমির হোসেন আমু জেলার সফল মৎসজীবিদের মাজে পুরস্কার বিতরণ করেন।