যশোরের কেশবপুরে গরীব ও মেধাবি ২৬৩ জন ছাত্রী পেল বাইসাইকেল। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে এডিবির অর্থায়নে ১২৪টি বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ওই সাইকেল বিতরণ করা হয়। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছাত্রীদের হাতে ওই সাইকেল তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাষ্টার আবদুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহাজ হাসান সাদেক, ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন আলা। এরপর প্রধান অতিথি ফলদ বৃক্ষ মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।