রাজশাহী-নওগাঁ মহাসড়কে নিম্নমানের কাজ, অনিয়ম জনদুর্ভোগ রোধে মোহনপুর সদর ও কেশরহাটে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে একাত্মতা ঘোষণ করে লম্বা লাইনে দাঁড়ায়ে যান শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, গাড়িচালকসহ সকল শ্রেণি পেশার মানুষ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মানববন্ধনে মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মন্ডল, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের রাজশাহী আঞ্চলিক সদস্য সচিব অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট ডিগ্রি কলেজের উপাধাক্ষ আনোয়ারুল হক হেনা, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট টিবিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, মোহনপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক আবদুল মান্নান, মহিষকুন্ডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, কেশরহাট উচচ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বক্তব্যে দ্রুত রাস্তার নির্মাণ কাজ শেষ করা না করলে আগামীতে মহাসড়ক বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য ২০১৮ সালের শুরুর দিকে উত্তরাঞ্চলের ব্যস্তম রাজশাহী-নওগাঁ মহাসড়কের নির্মাণ কাজ করা হয়। শুরু থেকেই নওগাঁ সিমানার কাজ দ্রুত শেষ করা হলেও রাজশাহী সীমানায় কাজ চলতে থাকে ঠিকাদারের ইচ্ছেমত। রাস্তাটি খুড়ে রাখলেও শুষ্কমৌসুমে দেয়া হয়নি পানি ফলে ধুলিবালিতে চরম ঝুকিতে যানবাহন চলাচল করেছে। রাস্তার ধার কেটে ফুটপাতা তৈরী করা হয়েছে।
সম্প্রতি বর্ষামৌসুমে ফুটপাত ভেঙ্গে ওই গর্ত ভরাট হচ্ছে। মুল সড়ক নিচু আর ফুটপাত উঁচুর কারণে পানি নিষ্কাশণের ব্যবস্থা না থাকার কারণে অনেক স্থানে জমে থাকে হাটুপানি। বেশকিছু স্থানে দুর্ঘটনার পর স্থানীরা টাঙিয়ে দিয়েছে লাল কাপড়ের বিপদ সংকেত। এ রাস্তার সর্বোচ্চ বিপদজনক স্থানে পরিণত হয়ে পড়েছে শিক্ষাকেন্দ্রিক কেশরহাটের বাসস্ট্যান্ড এলাকা।
জানতে চাইলে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন মহাসড়কটির কাজ দ্রুত শেষ করা জরুরী। দীর্ঘদিন রাস্তাটির কার্পেটিং তুলে রেখে ঠিকাদার লাপাত্তা এটা আসলে যুক্তিক নয়। রাস্তার উপরে কোথাও কোথাও হাঁটু পানি জমে থাকছে। রাস্তার কাজের এ ধরনের চরম অবস্থার জন্য জনসাধারণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়া জরুরী বলে দাবী করেন তিনি।