দিনাজপুরের ঘোড়াঘাটে বৃহস্পবিার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের ্আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহ কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিতে আলোচনা¡ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আবদুর খন্দকার শাহানশাহ। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ,সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার,বুলাকীপুর ইউপি চেয়ারম্যার ম্হাফুজার রহমান লাভলু, সফল মৎস্য চাষী আলহাজ¦ আনতাজ আলী,মতিয়ার রহমান,মৎস্যজীবি সুমিত কুমার প্রমুখ। আলোচনা শেষে উপজেলা চেয়াম্যান আবদুর রাফে খন্দ্কার শাহানশাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের পর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা আদম মালিক চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক মৎস্য চাষী ও মৎস্যজীবি সদস্যগন উপস্থিত ছিলেন।