নওগাঁর মান্দায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে সতিহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের নি¤œাংশ থেতলানো অবস্থায় ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোন যানবাহনের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।