বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ কৃতকার্য শিক্ষার্থীদের বৃহস্পতিবার (১৮জুলাই) সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই বিদ্যালয় হতে চলতি শিক্ষাবর্ষে ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হন।
অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক সমাবেশ ও মোহিতুন্নেছা অডিটরিয়াম ভবনের ফলক উন্মোচন করা হয়।সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, মিডিয়াকর্মীসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও আয়োজকগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খাঁন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সাবেক শিক্ষক মোঃ আবদুস সালাম শেখ, অধ্যক্ষ স্বপন কুমার রায়, ইউপি চেয়াম্যান মোঃ কাজী আজমীর আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি অবনী মোহন বসু, হিজলা ইউনিয়ন আ’ লীগের সভাপতি গাজী আফজাল হোসেন প্রমূখ।