সরকারি রাজস্ব তহবিল হতে বেতন ভাতা প্রদান এবং চাকুরি থেকে অবসরে যাবার পর হতে বিধি মোতাবেক পেনশন প্রদানের দাবিতে গত ৮ দিন যাবত মেধের মোট ৩২৮ টি পৌরসভার সকল শ্রমিক কর্মটারি ও কর্মকর্তারা অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘট পালন করছে। হঠাত করে এ ধরনের ধর্মঘটের ফলে ঝিনাইদহ ৬ উপজেলার ৬ টি পৌরসভা সহ দেশের অন্যান্ন পৌরসভার সকল বসবাসকারি সকল প্রকার সেবা মুলত কাজ থেকে বনচিত হয়ে চরম দূভোগের মধ্যদিয়ে দিন অতিবাহিত করছে।
ঝিনাইদহ পৌরসভার প্রধান হিসাব রক্ষক আবদুল মজিদ এবং কালীগঞ্জ পৌরসভার অফিস সহকারি মোকারম হোসেন ঠান্ডু এবং ফিরোজ আহম্মেদ জানায়,উপরোক্ত দাবিতে দেশের সকল পৌরসভার শ্রমিক -কর্মচারিরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে আল্টিমেটাম দিয়ে স্ব- স্ব পৌরসভায় দফায় দফায় মিটিং,মানব বন্ধন,স্বারকলীপি প্রদানসহ নানা প্রকার কর্মসূচি পালন করা হয়। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্তাব্যাক্তিরা দাবি মেটানোর ব্যাপারে আন্তুরিক না হওয়ায় পৌর শ্রমিক -কর্মচারি ফেডারেশনের আহবানে তারা লাগাতার সেবা প্রদান কার্যক্রম বন্ধ করে গত ৮দিন যাবত ঢাকার প্রেস ক্লাবের সামনে কর্মচ’চি চালিয়ে যাচ্ছে।
এদিকে শ্রমিক কর্মচারিদের টানা আন্দোলনের ফলে ঝিনাইদহ জেলার ৬টি পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা বন্ধ রয়েছে। এ গুলোর মধ্যে রয়েছে জন্মনিবন্ধন, নাগরিক সনদ পত্র প্রদান বন্ধ,পানি,বিদ্যুত, ময়লা আবর্জনা সহ পয়নিস্কাসন কাজ সম্পূর্ন রুমে বন্ধ থাকায় পৌর নাগরিকদের দূভোগ চরম আকার ধারন করেছে। কালগিঞ্জে প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যাষিত পৌরসভার সমস্থ এলাকায় ময়লা স্তুপ জমে রয়েছে। এগুলো পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ঊঠিয়ে না নেওয়ায় সমস্থ বাজারে পচা দুরগন্ধ ছড়িয়ে পড়েছে। পৌর নাগরিকরা সয়সারের প্রয়োজনে নাকে মুখে রুমাল দিয়ে বাজারে ঢুকে কেনাকাটা করছে। শিবনগর গ্রামের মোশারফ হোসেন ও আনন্দবাগ গ্রামের অহেদ আলী দু,জন ক্রেতা জানায়,কাচা বাজারের অলিগলি গুলো ময়লার স্তুপ জমে চলাচল পথ বন্ধ হবার উপক্রম হয়েছে। ময়লা গুলো অচিরেই পরিস্কার করা না হলে এগুলো আরো পচে গলে দূগন্ধ ছড়িয়ে পড়তে পারে।এতে করে জনসাধারন বায়ুবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে।
অন্যদিকে প্রতিদিন শতশত ভুক্ত ভোগি নারী পুরুষ জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পত্র নেবার জন্য পৌর অফিসে গিয়ে খালি হাতে ফিরে আসছে। এ ছাড়া জনগুরুত্বপূর্ন পানি ও বিদ্যুত সরবরাহ বন্ধথাকায় সন্ধার আঁধার নামার সাথে সাথে পৌরসভার রাস্তা সমুহে লাইট পোষ্ট গুলোতে আলো না জ¦লায় গোটা পের এলাকা অন্ধকারে ভুতুড়ে শহর হিসাবে পরিনত হচ্ছে। আর পৌরসভা কর্তৃক চালিত মটর পাম্প গুলো বন্ধের ফলে বাসাবাড়ি সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান এখন পানি সংকটে ভুগছে। ভুক্তভোগি পৌর নাগরিকরা তাদের সেবা নিশ্চিত করতে জেলা প্রমাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। গত ১১ জুলাই হতে পৌরবাসি শ্রমিক কর্মচারিদের ধর্মঘটের কারণে সকল প্রকার সেবা থেকে সম্পূর্ন রুপে বঞ্চিত রয়েছে।