সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবং “ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। দিবসটি পালনের লক্ষে নিয়ামতপুর মৎস বিভাগ বিভিন্ন কর্মসূচীর মধ্যে র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, হাট-বাজার জনবহুল স্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে। এছাড়াও ভিডিও প্রদর্শন ও ফরমালিন বিরোধী অভিযান চালায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের নেতৃত্বে র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে আলোচনা সভার মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমীন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আশাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ। ৭ দিন ব্যাপি এই জাতীয় মৎস্য সপ্তাহ আগামি ২৩ জুলাই পর্যন্ত চলবে।