কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু কপোতাক্ষ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজের হলরুমে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামন বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা ও কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ তারক বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু,শাকবাড়িয়া স্কুল এ- কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী, প্রভাষক এইচ এম নজরুল ইসলাম,প্রধান শিক্ষক খায়রুল আলম শিক্ষার্থী আতাউর রহমান, ইব্রাহিম হোসেন, উম্মে হাবিবা প্রমুখ।