দেশের একমাত্র পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুনীর্তি, চাাঁদাবাজ হিসেবে অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমানকে গত ১৬ জুলাই মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি হিসেবে বদলী করা হয়েছে। মধ্যপাড়া পাথর খনিতে জিএম মার্কেটিং হিসেবে কর্তরত থাকা অবস্থায় ব্যর্থ, অদক্ষ ও দুনীর্তিবাজ সেই ফজলুর রহমানকে মধ্যপাড়া পাথর খনির এমডি নিয়োগ করায় খনির ভবিষ্যত হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপাড়া পাথর খনিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া মোঃ ফজলুর রহমান মধ্যপাড়া পাথর খনিতে তার কর্মজীবন শুরু করেন। গত ২০১৫ সালে পাথর খনিতে জিএম (মার্কেটিং) হিসেবে থাকা অবস্থায় মধ্যপাড়া পাথর খনিতে পাথরের পাহাড় জমে যায়। সেই সময় প্রায় সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন পাথর অবিক্রিত অবস্থায় পড়ে থাকে। পাথর বিক্রিতে ব্যর্থতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৩ জুন ২০১৫ সালের তার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে তাকে ওসডি (বিশেষ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা) করে ঢাকায় পেট্রোবাংলায় প্রত্যাহার করা হয়।
কয়লা খনি সুত্রে জানা গেছে, গত বুধবার ১৭ জুলাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান তার কর্মস্থল বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রবেশে বাধা প্রদান করে খনি গেটে অবস্থান নেন কয়লা খনির শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। গত মঙ্গলবার এমডিকে মধ্যপাড়া পাথর খনিতে বদলী করা হয়। তার খনিতে প্রবেশের কোন প্রয়োজন নেই। কেন না চাঁদবাজী, দুনীর্তি দায়ে অভিযুক্ত এমডি ফজলুর রহমান কয়লা খনিকে বেহাল অবস্থায় নিয়ে গেছেন। তিনি অফিসে এসে দুর্নীতির ফাইলপত্র ও খনির গুরুত্বপূর্ন কাগজপত্র সরাতে না পারেন সে জন্য খনি গেটে পাহারা দিয়ে অফিসের সকল প্রকার গাড়ী চলাচল বন্ধ করে নেতাকর্মীরা। কেন না ইতঃপূর্বে মধ্যপাড়া পাথর খনি থেকে ওএসডি করে পেট্রোবাংলায় প্রত্যাহার করা হয়। সেসময় মধ্যপাড়া পাথর খনি থেকে গুরুত্বপুর্ণ নতিপত্র সরানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, কয়লা খনির এমডি হিসেবে ২০১৮ সালের আগস্ট মাসে যোগদানের পর থেকেই ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। চলতি বছরের জানুয়ারী মাসে কয়লা খনির প্রফিট বোনাস বিতরনে ১৪৭ জন কর্মকর্তা কর্মচারীর প্রত্যেকের কাছ থেকে ৪০ হাজার টাকা করে ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠে। ঘটনার পর পত্রিকাসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এ নিয়ে গত ৩০ জানুয়ারী ২০১৯ তারিখে প্রেট্রেবাংলার মহা-ব্যবস্থাপক (মাইন অপারেশন) ডিএম জোবায়েদ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সময় তদন্ত কমিটির প্রধানকে নিয়ে তার চীন সফরেরও অভিযোগ উঠে। তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের গত ৬মে মাসের শুরুতে এমডি ফজলুর রহমানের বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা চাঁদা আদায়ের প্রমাণ পায়। সেই সাথে কোম্পানি পরিচালনায় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রমাণও পায়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান কয়লা খনির উন্নয়ন পরিকরল্পনা ও সুষ্টুভাবে কোম্পানি পরিচালনা কাজে মনোনিবেশ না করে কোন কারণ ছাড়াই বদলি, শোকজ, পারমর্শপত্র, সর্তকতাপত্র ও এসিআর খারাপ দেওয়ার হুমকি প্রদান করেন। যে কারণে দেশের একমাত্র কয়লা খনির কার্যক্রম মারাত্মক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৬ জুন ও ১৮ জুন তারিখে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।
এছাড়া কয়লা খনির এমডি ফজলুর রহমান কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসিকে চুক্তির শর্ত ভঙ্গ করে কয়েক দফায় প্রায় ১৮৬ কোটি টাকার বিল প্রদান করে। বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য বিসিএমসিএল বোর্ডের পরিচালক ড. মোঃ নিহাল উদ্দনিকে দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে ড. মোঃ নিহাল উদ্দীন কমিশন ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটি আমলে নিয়ে বিসিএমসিএল পরিচালনা পর্ষদের পর পর ৪ টি সভায় এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের বিল অনুমোদনের আপত্তি জানানো হয়। কিন্তু পরে এমডি ফজলুর রহমান বিলটি পাস করে দেন। এ নিয়ে একটি রিপোর্ট ২০১৯ সালের ৯ ও ১৭ মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ২০১৯ সালেল ২৫ মে এমডি ফজলুর রহমানের বদলীর দাবী নিয়ে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে কয়লা খনি এলাকার স্থানীয় সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটি।
দুনীর্তির মাধ্যমে কয়লা খনিকে বেহাল অবস্থায় নিয়ে যাওয়া এমন একজন দুর্নীতিবাজ ও মধ্যপাড়া পাথর খনিতে অদক্ষ ও ব্যর্থ একজন কর্মকর্তাকে আবারো সেই পাথর খনির সর্বোচ্চ এমডি পদে নিয়োগ দেওয়ায় খনি এলাকার মানুষ পাথর খনির ভবিষ্যত অন্ধকার বলে মনে করছেন।