ফুলবাড়ীয়া উপজেলার মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিঃ এর সময় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জাতীয় সংসদ সদস্য মোঃ আলহাজ মোসলেম উদ্দিন এমপি।পরে উপজেলা পরিষদের সামনে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ আলহাজ¦ মোসলেম উদ্দিন এডভোকেট। বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ¦ আবদুল মালেক সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।